মাসুম বিল্লাহ বরিশাল প্রতিনিধিঃ-
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মডেল থানায় ঢুকে ইভটিজারকে মারধরের চেষ্টায় বাধা দিলে,হামলা কারীর হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৫ হামলা কারীকে আটক করেছে পুলিশ। উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।জানা গেছে, ১১ জানুয়ারী সোমবার দুপুরে ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির (অনিক)(২৪) এক ছাত্রীকে ইভটিজিং করেন। এ অভিযোগে ইভিটিজিংয়ের শিকার ওই ছাত্রীর অভিভাবকরা ইভটিজার অনিকের পিতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে নোমান ফকির (অনিক)কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।ওইদিন দুপুর আড়াইটায় ইভটিজিং এর শিকার শিক্ষার্থীর ভাই মুন্ডপাশা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার(২৪), মাইনুল ইসলাম রাজীব (২৭), সালাম শেখের ছেলে হাসান শেখ(২৬), মোতালেব খানের ছেলে সাইফুল ইসলাম(২৫), শহিদ হাওলাদারের ছেলে সজল হাওলাদার(২৯)সহ ৬/৭ জন থানায় ঢুকে ইভটিজার নোমান ফকির অনিকের ওপর হামলা চালায়। এসময় কর্তব্যরত এসআই সুদেব ও এসআই মাহাবুব এবং এএসআই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালানো হয়।থানায় ডুকে হামলা অপরাধে ৫ জন হামলাকারীকে আটক করা হয়। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন থানায় এসে পুলিশ ও আসামীর ওপর হামলা করা অমার্জনীয় অপরাধ। হামলাকারীদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইভিটিজার অনিকের বিরুদ্ধেও মামলা হয়েছে।এখনো মেলেনি তার সুষ্ঠু সমাধান