বরিশাল শহর ও আশেপাশের এলাকায় এই বছর খেজুরের রস সংগ্রহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ফলে চড়া দামেও খেজুরের রস কিনতে হচ্ছে ভোক্তাদের।
খেজুরের রস ব্যবসায়ীরা জানান, এবার আবহাওয়ার কারণে খেজুরের গাছে রস কম উৎপাদিত হয়েছে। এছাড়াও, বরিশালে খেজুর গাছ কম থাকায় রস সংগ্রহে আরও সমস্যা হয়েছে।
খেজুরের রস কিনতে আসা ভোক্তারা জানান, এবার খেজুরের রস অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। এতে তাদের পক্ষে খেজুরের রস কেনা কষ্টকর হয়ে পড়েছে।
খেজুরের রস ব্যবসায়ীরা জানান, আবহাওয়ার কারণে খেজুরের গাছে রস কম উৎপাদিত হয়েছে। এছাড়াও, বরিশালে খেজুর গাছ কম থাকায় রস সংগ্রহে আরও সমস্যা হয়েছে। ফলে খেজুরের রস উৎপাদন কমে গেছে। এতে খেজুরের রস দাম বেড়েছে।
খেজুরের রস বিক্রেতারা আশা করছেন, আবহাওয়ার অবস্থার উন্নতি হলে খেজুরের গাছে রস উৎপাদন বাড়বে। ফলে খেজুরের রস দাম কমবে।