today visitors: 5073432

‘ব্লেন্ডারের ভেতরে ব্যাঙ’ পল অ্যাডামস!

স্পোর্টস ডেস্ক :

২০১৬ সালের আইপিএলে অদ্ভূত বোলিং অ্যাকশনে সবাইকে চমকে দিয়েছিলেন বাঁহাতি রিস্ট স্পিনার শিভিল কৌশিক। ব্যাক অব হ্যান্ডের এ বোলার নিজেও জানতেন না ডেলিভারির পর তার বল কোনদিকে টার্ন করবে।অভিষেকে অদ্ভূত বোলিং অ্যাকশনে ইংলিশদের বোকা বানিয়েছিলেন পল অ্যাডামস।

গুজরাট লায়ন্সের হয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে অভিষেক ম্যাচে আলো কাড়তে পারেননি কৌশিক। তবে পরের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। কিন্তু প্রতিভাবান এ বোলার বেশিদিন বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে স্থায়ী হতে পারেননি। ২০১৬ মৌসুমে ৭ মৌসুম খেলার পর পরের বছর মাত্র ৩ ম্যাচে সুযোগ পান। এরপর গত ৭ বছর তাকে আর লিগটিতে দেখা যায়নি। হারিয়ে গেছেন ১৯৯৫ সালে জন্ম নেয়া এ প্রতিভাবান স্পিনার।
তবে মজার বিষয় হচ্ছে, ভারতের কর্ণাটকে এ বোলারের জন্মের বছরেই একই রকম বোলিং অ্যাকশন নিয়ে হাজির হয়েছিলেন পল রেগান অ্যাডামস। চাইলেও  ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সম্ভব নয় দক্ষিণ আফ্রিকার এ বোলাররকে। এখন পর্যন্ত প্রোটিয়াদের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার তিনি। ১৮ বছর বয়সে সাদা পোশাকের দলে অভিষেক হয়েছিল তার।
 
১৯৭৭ সালের আজকের এ দিনে (২০ জানুয়ারি) কেপ টাউনে জন্ম নিয়েছিলেন অ্যাডামস। অভিষেক ম্যাচে ব্যাক অব দ্য হ্যান্ডে অদ্ভূত বোলিং অ্যাকশনে ইংল্যান্ডকে বোকা বানিয়েছিলেন তিনি। তার রহস্যময় বোলিং অ্যাকশনের বর্ণনা দিতে গিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং উল্লেখ করেছিলেন, ‘ব্লেন্ডারের ভেতরে থাকা ব্যাঙ’।
 
২০০৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আগে ৪৫ ম্যাচে ১৩৪ উইকেটের দেখা পেয়েছেন এ বাঁহাতি রিস্ট স্পিনার। ক্যারিয়ারে ৫ উইকেটের দেখা পেয়েছেন ৪ বার এবং ১০ উইকেট একবার। এছাড়া প্রোটিয়াদের হয়ে ২৪ ওয়ানডে খেলে ২৯ উইকেটের দেখা পেয়েছিলেন তিনি। ২০০৮ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন ৪৬ বছর বয়সী অ্যাডামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *