প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৪, ৪:৪১ এ.এম
বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জন্য সহসাই নেই সুসংবাদ
আন্তর্জাতিক ডেস্ক :
তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। গত কয়েকদিনে আমেরিকায় ২৪টির মতো তুষারঝড় আঘাত হেনেছে। এরমধ্যে বৃহস্পতিবার নেব্রাস্কা অঙ্গরাজ্যে তুষারঝড় আঘাত হানে। এতে রাতের তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এমন বৈরি আবহাওয়া শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলেও সতর্ক করে তারা। তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় ৫ ফুটের বেশি বরফের স্তর জমেছে। তুষার জমে থাকায় বৃহস্পতিবার নিউইয়র্কের রচেস্টার বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান।
এদিকে বৈরি আবহাওয়ায় ফাঁকা পড়ে আছে রাস্তাঘাট, খেলার মাঠসহ বেশিরভাগ জায়গা। তীব্র ঠান্ডা আর ত্রিশ থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত তুষারেরর আবরণে সবকিছু ঢেকে থাকায় বাইরে বের হতে পারছেন না বেশিরভাগ বাসিন্দা।
তীব্র তুষারপাতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্য। স্থবির হয়ে পড়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। এছাড়া নিউইয়র্কের পশ্চিমাঞ্চলের বাফালোসহ বিভিন্ন জায়গায়ও ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা।
তুষার জমে থাকায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের রচেস্টার বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল, বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। এছাড়া দৃষ্টিসীমা কমে আসা ও রাস্তায় তুষার জমে সড়কে দুর্ঘটনার কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেয়া হয়েছে হাজার হাজার কিলোমিটার মহাসড়ক।
ভয়াবহ তুষারে বিপর্যস্ত উত্তর আমেরিকার আরেক দেশ কানাডার পশ্চিমাঞ্চল। দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে বন্ধ করে দেয়া হয় স্কুল এবং গণপরিবহন। এর আগে তুষারঝড়ের কবলে পড়ে অঞ্চলটি। এতে প্রায় ৪০ সেন্টিমিটার তুষারে ঢাকা পড়ে অনেক জায়গা। এরইমধ্যে এসব তুষার সরাতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে জনজীবন স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানিয়েছে তারা।
Copyright © 2024 . All rights reserved.