সরকার মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও স্মার্ট দেশ গড়তে চেষ্টা অব্যাহত রেখেছে -রশিদুজ্জামান

। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় খুলনা-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মুক্তিযোদ্ধা সংসদের দেওয়া সংবর্ধনা সভায় বলেছেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ বাঙালী জাতি চিরদিন মনে রাখবে।” পাইকগাছাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে
শনিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দেওয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সরকার মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত ও স্মার্ট দেশ গড়তে আপ্রান চেষ্টা করে যাচ্ছে। অথচ দুঃখের বিষয় সরকারী ভাবে মাসিক ভাতা, বাড়ী ও অন্যান্য সুবিধা পেয়েও অনেক মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা-র আদর্শচ্যুত হয়ে দ্বিধা বিভক্তি হয়ে পড়েছেন, এটা কারুরও কাম্য নয়। তিনি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা অর্থনৈতিক মুক্তি বা লক্ষ্য উদ্দেশ্য পূরনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ভূমিকা রাখার আহ্বান জানান। পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আঃ রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, মুক্তিযোদ্ধা ও রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মজিদ গোলদার, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, জামির হোসেন, মাহাবুব জোয়াদ্দার, দীলিপ কুমার রায়, আঃ সবুর, আমজেদ গাজী, সরদার আঃ মাজেদ, আঃ আজিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *