স্পোর্টস ডেস্ক :
আজ বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরলেন মাশরাফী বিন মোর্ত্তজা। লম্বা সময় পর ক্রিকেটে ফেরা মাশরাফীর সময়ের হিসেব করলে ২৫০ দিন পর মাঠে ফিরেছেন। ফেরার দিন টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছেন সিলেটের অধিনায়ক।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিয়েছেন গত বিপিএলে। এবারও তারই নেতৃত্বে মাঠে নামছে গতবারের রানার্স আপ দলটি।
বিপিএলে খেলা নিয়েই শঙ্কা ছিল। গত জাতীয় নির্বাচনের সময় বেশ ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। পুরনো চোটে ব্যথা শুরু হওয়ায় না খেলারই কথা জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, নির্বাচনেরত পর ডাক্তার দেখাতে যাবেন দেশের বাইরে। লাগলে অস্ত্রোপচারও করবেন।
তবে সেসব শঙ্কা উড়িয়ে বাইশ গজে ফিরলেন মাশরাফী। এর আগে তিনি সবশেষ ম্যাচ খেলেন ২০২৩ সালের ১৩ মে ঢাকা লিগে মোহামেডানের বিপক্ষে। এরপর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি তাকে।
সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, হ্যারি টেক্টর, মোহাম্মদ মিঠুন, বেন কাটিং, জাকির হাসান, মাশরাফী মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড এনগারাভা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, ইমরান উজ্জামান (উইকেট রক্ষক), শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।