today visitors: 5073432

শরিফুলের হ্যাট্রিক, ঢাকাকে বড় লক্ষ্য দিতে পারেনি কুমিল্লা

স্পোর্টস ডেস্ক :

বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল কায়েসের ফিফটি আর তাওহীদ হৃদয়ের ফিফটি ছুঁই ছুঁই ইনিংসেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৩ রান করল গতবারের চ্যাম্পিয়নরা।

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে কুমিল্লা। ঢাকার একাদশে চার বিদেশি খেললেও কুমিল্লা খেলিয়েছে তিন বিদেশি ক্রিকেটারকে।

ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের শেষ বলে লঙ্কান বোলার চাতুরাঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক লিটন দাস। ১৬ বলে সমান ১টি চার ও ছক্কায় করেন ১৩ রান।

এরপর ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয়ের জুটি বড় সংগ্রহের আভাস দেয়। দুজনের জুটি থামে স্কোরবোর্ডে ১০৭ রান যোগ করে। তাওহীদ হৃদয় ৪১ বলে ৪৭ রানের ইনিংস খেলে ক্যাচ দেন তাসকিন আহমেদের বলে।

এরপর ইমরুল কায়েস ৬৬ (৫৬) রান করে বিদায় নেন তাসকিনের বলে ক্যাচ দিয়ে। দুজনের জুটী ভাঙার পর কুমিল্লার ব্যাটাররা খেই হারিয়ে ফেলে।

ইনিংসের শেষ ওভারে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে হ্যাট্রিক করেন শরিফুল ইসলাম। যা বিপিএলের ইতিহাসে সপ্তম হ্যাট্রিক ও উদ্বোধনী ম্যাচে প্রথম।

কুমিল্লা শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৩ রান তুলে শেষ করেছে ইনিংস। ঢাকার পক্ষে ৩ উইকেট নেন শরিফুল, ২ উইকেট নেন তাসকিন আহমেদ ও ১টি উইকেট নেন ডি সিলভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *