বিনোদন ডেস্ক :
চরিত্র নিয়ে খেলতে ভালোবাসেন জায়েদ খান। তাই তো দৃশ্যের প্রয়োজনে শীতের দিনে নদীর পাড়ে কাদায় গড়াগড়ি দিতেও ভয় পান না। মুক্তিপ্রতীক্ষিত ‘সোনার চর’ সিনেমায় এমন একটি দৃশ্যে অভিনয় করেছেন তিনি। যদিও সামাজিক মাধ্যমে সেই দৃশ্যের একটি স্থিরচিত্র নিয়ে নেটাগরিকরা নিয়মিত ট্রল করেন তাকে নিয়ে।
ইতোমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। নিজেই ফেসবুকে তথ্যটি নিশ্চিত করেছেন জায়েদ খান। পরে জানান, সেন্সর বোর্ডের সদস্যরা কাদায় গড়াগড়ি দেওয়া দৃশ্যটির প্রশংসা করেছেন।
দেশের একটি গণমাধ্যমকে জায়েদ বলেন, ‘গ্রামীণ পটভূমির এই গল্পের প্রয়োজনে আমাকে কখনও লুঙ্গি–গামছা নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে হয়েছে। সেই আমলের ড্রেসআপ ছিল। দুই বছর ধরে চুল বড় করেছি। এ লুকগুলো সামনে এলে অনেকেই ট্রল করে। বিশেষ করে একটা দৃশ্য ছিল, যেখানে কাদায় গড়াগড়ি খেতে হয়েছে। ওই দৃশ্যটির শুটিং হয়েছিল শীতের সময়। কনকনে শীতের সকাল আটটায় কাদায় গড়াগড়ি খেয়েছি, সেটাই এখন প্রশংসা পাচ্ছে। আমি জানতাম, এখানে অভিনয় ভালো করেছি। কিন্তু অনেকের স্বভাব কোনো কিছু বিচার না করে একটা মন্তব্য করে ফেলে। আপনাদের অনুরোধ করব, সিনেমাটি দেখুন।’
জাহিদ হোসেন পরিচালিত এ সিনেমায় ১৯৭৫-এর পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। জায়েদ এতে একজন মুক্তিযোদ্ধা ও ফেরারি আসামির চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া মৌসুমী-ওমর সানিও অভিনয় করেছে ছবিতে।