স্পোর্টস ডেস্ক :
অভিষেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন শামারা জোসেফ। যা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে শামারা একমাত্র নাম, যিনি অভিষেকে অজিদের বিপক্ষে গড়েছেন এই কীর্তি।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে অভিষেকে অস্ট্রেলিয়ায় সেরা বোলিংয়ের আগের রেকর্ড ছিল মার্লন ব্ল্যাকের। ২০০০ সালে ব্রিজবেনে ৮০ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাবেক এই ফাস্ট বোলার।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নামে উইন্ডিজ। ব্যাট করতে নেমে অজি দুই পেসার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের তোপে পড়ে মাত্র ৬২.১ ওভারে ১৮৮ রান তুলতেই অল-আউট হয়ে যায়। কামিন্স-হ্যাজেলউড দুজনেই নেন সমান ৪টি করে উইকেট। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন ক্রিক ম্যাকেঞ্জি।
ক্যারিবীয়দের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে জোসেফের তোপে পড়ে অজি ব্যাটাররা। তবে জোসেফের তোপ ঠেলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ট্রাভিস হেড।
বাকি ব্যাটারদের ব্যর্থতায় ৮১.১ ওভারে ২৮৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জোসেফ নেন ২০ ওভারে ৯৪ রান দিয়ে ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে বেশ বড় বিপাকে পড়েছে ক্যারিবীয় ব্যাটাররা। দ্বিতীয় দিন শেষে ৭৩ রান তুলে ৬ উইকেট হারিয়ে ফিরেছে সাজঘরে। শঙ্কা আছে ইনিংস ব্যবধানে হারেরও। কেন না এখনও ২২ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।