প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৪, ৩:৫৩ এ.এম
কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
স্পোর্টস ডেস্ক :
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বুধবার (১৭ জানুয়ারি) আলেক্সি পপিরিনের বিপক্ষে ৩ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ের পর কষ্টার্জিত জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। পপিরিনকে ৬-৩, ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারান জোকো।
ঘরের মাঠে দর্শকদের সমর্থন পেয়ে উজ্জীবিত হয়ে ওঠেন আলেক্সি পপিরিন। জোকোভিচের কাছে প্রথম সেট হারলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান এই অজি টেনিস তারকা। তৃতীয় সেটেও ম্যাচটি নিয়ে যান টাইব্রেকারে। তবে সেখানে বর্তমান চ্যাম্পিয়নের সঙ্গে আর পেরে ওঠেননি ৪৩তম বাছাই পপিরিন।
শেষ সেটে তেমন প্রতিযোগিতাই করতে পারেননি জোকোভিচের সঙ্গে। ফলে শেষ পর্যন্ত জোকোভিচের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন পপিরিন। আর অজি তারকার সঙ্গে কষ্টার্জিত জয় পেয়ে পরের রাউন্ডে ওঠেন জোকার। অস্ট্রেলিয়ান ওপেনে এই নিয়ে টানা ৩০ ম্যাচ জিতলেন ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ।
ম্যাচ জয়ের পর জোকোভিচ স্বীকার করেছেন, ম্যাচটা জিততে কষ্ট করতে হয়েছে তার। জোকোভিচ বলেন, 'আমি মনে করি না আমার সেরাটা আজ খেলতে পেরেছি। আমি বিশেষ কিছু করিনি, দেড় সেটে সেই (পপিরিন) ভালো খেলেছে। টাইব্রেকের পর মোমেন্টাম বদলে যায়।'
শিরোপা ধরে রাখার অভিযানে তৃতীয় রাউন্ডে আর্জেন্টিনার ৩০তম বাছাই মার্টিন এচেভেরির মুখোমুখি হবেন ৩৬ বছর বয়সী জোকোভিচ।
Copyright © 2024 . All rights reserved.