today visitors: 5073432

লড়াকু জিম্বাবুয়েকে পাত্তাই দিল না শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক :

সিরিজের প্রথম দুই ম্যাচেই শেষ ওভার পর্যন্ত লড়েছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে শেষ বলে হারার পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় সফরকারীরা। অনুমিত ছিল, শেষ ম্যাচটাও হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক। তবে এই ম্যাচে সফরকারীদের কোনো পাত্তাই দেয়নি ওয়ানিন্দু হাসারাঙ্গার দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল স্বাগতিকরা।
 

 
 বেনেট আউট হওয়ার পর চলে আসা যাওয়ার মিছিল। শেষ ৩১ রানে ৮ উইকেট হারায় সফরকারীরা। জিম্বাবুয়ের এমন ধস নামানোর নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অধিনায়ক ৪ ওভারে স্রেফ ১৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
 
নিয়ন্ত্রিত বোলিংয়ে ২টি করে শিকার ধরেন অফ স্পিনার মহেশ থিকশানা ও পেস বোলিং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।  
 
রান তাড়ায় শুরুটা দারুণ করেন পাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস। এই দুই ওপেনার মিলে গড়েন ৬৪ রানের জুটি। ২৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে ফেরেন মেন্ডিস। ধনঞ্জয়াকে নিয়ে বাকি কাজটা সেরে আসেন নিসাঙ্কা। ২৩ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৯ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এই ওপেনার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *