প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৪, ৪:৩৪ এ.এম
পদ্মায় ফেরিডুবি: নিখোঁজ অনেক
নিজস্ব প্রতিনিধি :
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে আটকে থাকা ‘রজনীগন্ধা’ নামের ফেরিটি বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে ডুবে গেছে। ওই সময় ফেরিতে ৯টি যানবাহন ছিল। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১০ জনকে। এখন পর্যন্ত বহু যাত্রী নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফেরি ‘রজনীগন্ধা’ ঘন কুয়াশার কারণে পাটুয়ারিয়ার ৫ নম্বর ঘাটের কাছে আটকে পড়ে নদীতে নোঙর করে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেড ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ডুবতে থাকে ফেরি।
দুর্ঘটনা সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধার কাজে যোগ দিয়েছে বলে জানিয়েছেন শিবালয় থানার ফায়ার সার্ভিসের প্রধান মজিবুর রহমান। পাশাপাশি স্থানীয়রাও যোগ দিয়েছেন উদ্ধারকাজে।
Copyright © 2024 . All rights reserved.