স্পোর্টস ডেস্ক :
গত কয়েকটি আসরে রংপুর রাইডার্সের নিয়মিত মুখ কাজী নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে গত কয়েকটি আসরে খেলেছে রংপুর রাইডার্স। তবে এবার সাকিব আল হাসানকে দলে নেওয়ায় ধারণা করা হচ্ছিল তাকেই দেওয়া হবে নেতৃত্বভার।
কিন্তু সাকিব অধিনায়কত্ব করবেন না বলে জানিয়ে দেন রংপুর রাইডার্স কর্তৃপক্ষকে। তাই এবারও দলকে নেতৃত্ব দেবেন সোহান। এমনটাই জানিয়েছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ইশতিয়াক সাদেক জানিয়েছেন, নির্ভার হয়ে খেলতে চান বলেই নেতৃত্ব নেননি সাকিব।
‘অধিনায়ক হিসেবে আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। কিন্তু সাকিব নেতৃত্বের চাপ নিতে চায় না। বিষয়টি তিনি আমাদের জানিয়েছেন। এজন্য আমরা সোহানকে অধিনায়ক ঘোষণা করেছি।’
আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসরের। রংপুর রাইডার্স মাঠে নামবে একদিন পর।
এদিকে বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের ডাক্তার দেখাতে লন্ডনে যান সাকিব। তবে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ম্যাচ থেকেই খেলবেন সাকিব। আগামী ১৮ জানুয়ারি দেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।