স্পোর্টস ডেস্ক :
নেতৃত্ব নিয়ে বেশ সমস্যার মধ্য দিয়ে বিপিএলের গত আসর শেষ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কখনও মেহেদী হাসান মিরাজ, কখনও আফিফ হোসেন এবং সবশেষ শুভাগত হোমের নেতৃত্বে গত আসর শেষ করেছিল চট্টগ্রাম।
এখন পর্যন্ত একবারও শিরোপা না জেতা চট্টগ্রাম প্রতিবারই আশাব্যঞ্জক দল নিয়ে মাঠে নামে। গত আসরে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এই বিবাদের ছাপ এবারের দলে স্পষ্ট। দেশি বা বিদেশী কোনও তারকা ক্রিকেটার নেই চট্টগ্রাম দলে।
এবার শুরু থেকেই নেতৃত্বে দেখা যাবে শুভাগতকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। তারা জানিয়েছে, অলরাউন্ডার শুভাগত হোম ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসাবে অব্যাহত থাকবেন।
গত বিপিএলে শুভাগত ১৭০ রান করেছিলেন, এরসঙ্গে নয়টি উইকেটও নিয়েছিলেন। শুভাগত তার ক্যারিয়ারে ১২৬ টি-টোয়েন্টি খেলেছেন, ১৩৫.৬৯ স্ট্রাইক রেটে ১ হাজার ৪৩৭ রান করেছেন এবং ৫০ উইকেট নিয়েছেন।