today visitors: 5073432

একটি আইফোনের জন্য নিষিদ্ধ নাসির

স্পোর্টস ডেস্ক :

একটা সময় বাংলাদেশ দলের নিয়মিত মুখ ছিলেন নাসির হোসেন। অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে লম্বা সময় ধরে টিকে ছিলেন জাতীয় দলে। সেই নাসির এক নিমিষে হারিয়ে গেলেন জাতীয় দলের সার্কিট থেকে। ২০১৮ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ (ওয়ানডে) খেলেছিলেন নাসির। এরপর আর তাকে খুঁজেও পাওয়া যায়নি জাতীয় দলের আশেপাশে। এরসঙ্গে যোগ হয় মাঠের বাইরের নানান বিতর্ক।

জাতীয় দল ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। পারফরম্যান্সও করেছেন, তবে সেটি যথেষ্ট ছিল না নিজেকে প্রমাণে। এবার তো নিষিদ্ধই হলেন আইসিসি থেকে। আগামী ২ বছরের নিষেধাজ্ঞাসহ ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়েছে তাকে।

গত ২০২১ সালে আবুধাবি টি-টেন খেলতে গিয়েছিলেন নাসির। চোটের কারণে লম্বা সময় খেলার বাইরে থাকলেও সেবার নাসিরকে দলে নিয়ে চমকে দেয় পুনে ডেভিলস। অনেকটা অবাক করার মতো বিষয়ও ছিল তখন।

সেই আসরে খেলতে গিয়েই পড়েছেন বিপদে। সে সময় নাসির ৭৫০ ডলার মূল্যের একটি উপহার পেয়েছিলেন। সে উপহার আইফোন ১২ মডেলের বলে জানানো হয়েছে। যদিও এই উপহার তাকে কে দিয়েছিল সেটি জানানো হয়নি। এমন কী তাকে কেন দেওয়া হয়েছিল উপহার, নাসির সেটিরও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তদন্ত কর্মকর্তাকে।

সেই উপহার ছাড়াও ম্যাচ পড়াপেটার জন্য কোনও প্রস্তাব পেয়েছেন কিনা সে বিষয়টিও পরিষ্কার করতে পারেননি নাসির। শুধু তাই নয়, প্রস্তাব পেয়ে থাকলেও আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে অভিযোগ করেননি নাসির।

বিষয়টি আইসিসিকে বাঁ সংশ্লিষ্ট কর্মকর্তাদের না জানানো কিংবা তাদের কাছ থেকে গোপন করার মতো অভিযোগও আনা হয়েছে নাসিরের বিরুদ্ধে।

নাসিরকে দেওয়া শাস্তির বিবৃতিতে বলা হয়েছে, ২.৪.৩ ধারায় নাসির ৭৫০ ইউএস ডলার উপহারের রসিদ দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হয়েছেন। ২.৪.৪ ধারা অনুযায়ী, আইফোন ১২ নেওয়ার মাধ্যমের দুর্নীতির প্রস্তাব কর্মকর্তাকে দেননি। এ ছাড়া ২.৪.৬ ধারাও ভেঙেছেন।

সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়া নাসির শাস্তির সকল শর্ত পূরণ করতে পারলে আগামী ২০২৫ সালের ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *