যৌন নির্যাতন মামলায় অস্বস্তিতে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

যৌন নির্যাতন মামলায় বিচারকাজ শুরু হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আইওয়ায় রিপাবলিকান পার্টির সম্মেলনে বিপুল বিজয়ের একদিন পর স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নেন তিনি।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নিজ দল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের নির্বাচনে বিপুল বিজয় পেয়েও সে খুশি উদ্‌যাপন করার সুযোগ পেলেন না ডোনাল্ড ট্রাম্প। কারণ মঙ্গলবার কলামিস্ট জিন ক্যারোলের দায়ের করা মানহানি মামলায় নিউইয়র্কের আদালতে হাজির হন তিনি।

৯০ দশকে মার্কিন ম্যাগাজিনের ওই নারী কলামিস্টকে একটি ডিপার্টমেন্টাল স্টোরে যৌন নির্যাতন করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট; এমন অভিযোগে গেল বছর ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেন আদালত।
 
শুনানির দিন ক্যারোলের পক্ষে প্রথমবারের মতো আদালতে বক্তব্য উপস্থাপন করেন তার আইনজীবী শ্যন ক্রাউলি। তিনি বলেন, ওই ঘটনা সম্পর্কে ট্রাম্পের মানহানিকর বক্তব্যের প্রায় তিন দশক পরিয়ে গেলে এখনও বিপর্যস্ত ক্যারোলের জীবন। তাই ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ডলার দাবি করেন বাদী পক্ষ।
 
এদিকে, যৌন নির্যাতনের মামলাটিকে প্রতারণা এবং মিথ্যা বলে আখ্যায়িত করেন ট্রাম্প। আগামী তিন থেকে পাঁচদিন আদালতের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিচারক। একইদিন সম্পত্তি জালিয়াতির অপর একটি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে গ্যাগ অর্ডার বহাল রাখেন নিউইয়র্কের সর্বোচ্চ আদালত।
 
শুনানির পর বিকেলে ম্যানহাটন ফেডারেল আদালত চত্বর ত্যাগ করে নিউ হ্যাম্পশায়ারের উদ্দেশ্যে রওনা হন সাবেক প্রেসিডেন্ট। সেখানে বৈরি আবহাওয়া ও তীব্র তুষারপাত উপেক্ষা করে জনসভায় উপস্থিত হন তার সমর্থকরা। এসময় ট্রাম্প বলেন, কোনো অপশক্তি ও ষড়যন্ত্র তাকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *