স্পোর্টস ডেস্ক :
বর্ণবাদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে লড়াই করছেন ব্রাজিলের বেশ কয়েকজন ফুটবলার। বিশেষ করে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এ নিয়ে বেশ স্বোচ্চার। দেশটির ফুটবল ফেডারেশনও তাকে সমর্থন দিয়েছে। বর্ণবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের জন্য এবার ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল জাতীয় দল।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ব্রাজিলের পক্ষে ফেয়ারপ্লের পুরস্কারটি নিতে সাবেক সতীর্থদের সঙ্গে মঞ্চে উঠেছিলেন দেশটির কিংবদন্তি রাইটব্যাক কাফু। তিনি বলেন, এই পুরস্কারের জন্য ব্রাজিলের খেলোয়াড়দের অভিনন্দন। পৃথিবীতে অসমতার কোনো জায়গা নেই। ফুটবল সমাজে সমতা নিয়ে আসতে পারে।
একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা পুরুষ ফুটবলার, নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক, বর্ষসেরা নারী ও পুরুষ কোচ, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড ও ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে না পারায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি এবং মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি।
অপরদিকে ফিফার বর্ষসেরা)নারী ফুটবলারের ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো এবং বোনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো।
এছাড়া সেরা কোচের পুরস্কার জিতেছেন ‘ট্রেবল’ জেতা স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালা। প্রতিদ্বন্দ্বী লুসিয়ানো স্প্যালোত্তি কিংবা ফিলিপে ইনজাঘির চেয়ে অনেক বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন তিনি। সেরা নারী কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান।
অন্যদিকে সিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের হাতে উঠেছে ছেলেদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের পুরস্কার।
মূলত লিগ মৌসুমে (আগস্ট-আগস্ট) বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে ফিফা দ্য বেস্ট পুরস্কার। তবে কাতার বিশ্বকাপের কারণে এবারের পারফরম্যান্সের সময় ধরা হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত।
Leave a Reply