today visitors: 5073432

আইডল রোনালদোকে নিয়ে যা বললেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক : 

গত সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে পাত্তা পায়নি রিয়াল মাদ্রিদ। তবে বছরের প্রথমেই সেই হারের প্রতিশোধ নিয়ে শিরোপা উদ্ধার করেছে আনচেলিত্তর শিষ্যরা। আর এই ম্যাচের জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। হ্যাটট্রিক করে দলে জিতিয়েছেন তিনি।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের পর গ্যালারির দিকে ছুটে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন ভিনিসিয়ুস। ফাইনালে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে উড়িয়ে দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন উদযাপনের কারণ জানান এই ব্রাজিলিয়ান ফুটবল।

তিনি বলেন, উদযাপনটি ছিল আমার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদো জন্য। তিনি আমার আদর্শ। যেভাবে আজকে আমরা খেলেছি এবং যা করেছি, তাতে আমি খুবই খুশি। বার্সেলোনাকে হারানো সহজ নয় এবং ৪-১ গোলের জয় তো আরও কঠিন। প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলেছি আমরা।

ভিনিসিয়ুসের আগে দুই ব্রাজিলিয়ান এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করলেও সেটি বার্সেলোনার হয়ে। ১৯৫৮ সালে ইভারিস্টো ও ১৯৯৪ সালে রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোমারিও।

ব্রাজিলিয়ান তারকা হিসেবে এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এতদিন একাই ধরে রেখেছিলেন সাবেক কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। ১১টি এল ক্লাসিকো খেলে বার্সেলোনার হয়ে ২টি ও রিয়ালের হয়ে ৪টি গোলে মোট ৬টি গোল করেছেন তিনি। তবে সেই রেকর্ডও ভাগ বসিয়েছেন ভিনি।

সৌদি আরবের আল আওয়াল পার্কে হ্যাটট্রিক করে এল ক্লাসিকোতে মোট ৬টি গোল করে রোনালদোর রেকর্ডে ভাগ বসান ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান হিসেবে রোনাল্ডো ও ভিনিসিয়ুস ছাড়াও এল ক্লাসিকোতে ৫টি করে গোল করেছেন রোনালদিনহো ও রিভালদো।

এ ছাড়া চলতি একুশ শতাব্দীতে চতুর্থ খেলোয়াড় হিসেবে এল ক্ল্যাসিকোতে হ্যাটট্রিক করার বিরল কীর্তি গড়লেন ভিনিসিয়ুস। এর আগে এক ম্যাচে তিন গোল করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও করিম বেনজেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *