স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের পিছু ছাড়ছেই না চোট। একের পর এক চোটে জর্জরিত এই কিউই অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চোট পাওয়া উইলিয়ামসন এরপর ঠিকঠাক থিতু হতেই পারছেন না।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামেস্ট্রিংয়ের চোট পান। চোটে পড়ার আগে কেইন উইলিয়ামসন ১৫ বলে ২৬ রান করেন। উইলিয়ামসন ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দশম ওভারে। আর মাঠে নামা হয়নি তার।
উইলিয়ামসনের ইনজুরির বিষয়ে ব্ল্যাক ক্যাপস বোর্ড জানায়, তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায় না বলেই তাকে আর মাঠে নামানো হয়নি। ম্যাচের বাকি সময় উইলিয়ামসন না থাকায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন টিম সাউদি। সে হিসেবে সিরিজের বাকি তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কথা টিম সাউদির। যদিও সেটি এখনও নিশ্চিত করেনি ব্ল্যাকক্যাপস টিম ম্যানেজমেন্ট।
এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি তিন টি-টোয়েন্টি ম্যাচে খেলা হবে না বলে জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড।
আগামী ১৭, ১৯ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি। যেখানে উইলিয়ামসনের মাঠে নামার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্টিভ।
মূলত আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকায় এখন আর উইলিয়ামসনকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ স্টিড।
'টেস্ট ম্যাচের খুব বেশি দিন বাকি নেই। টেস্ট ম্যাচ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে যেন টেস্টে পাই।’