today visitors: 5073432

মিরপুর স্টেডিয়ামে বসছে সাড়ে ৭ হাজার চেয়ার

স্পোর্টস ডেস্ক :

অনেক দিন থেকেই দর্শকদের কাঠগড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট কেটে খেলা দেখতে এসে যদি দাঁড়িয়ে থাকা লাগে গ্যালারীতে, এর থেকে দুঃখজনক বিষয় বোধহয় আর নেই। শুধু ভাঙা চেয়ার নয়, গ্যালারির ওয়াশরুমেরও বেহাল দশা।

আগামী সপ্তায় শুরু হতে যাচ্ছে দেশের ক্রিকেটের ঝাঁকজমপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তার আগে বিসিবির তোড়জোড় গ্যালারির চেয়ার ঠিক করা নিয়ে।

চেয়ার ছাড়াও সৌন্দর্যবর্ধনের কাজ করছে বোর্ড। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের ই বাংলা স্টেডিয়াম। প্রায় ২৫ হাজার আসনের এই স্টেডিয়ামের বিভিন্ন অংশেই ভাঙা চেয়ার। বিশেষ করে স্টেডিয়ামের উত্তর-দক্ষিণ ক্লাব হাউস ও পূর্ব গ্যালারিতে বেশির ভাগ চেয়ারই ভাঙা। তাই বিপিএলের আগে এই দুই অংশে বসানো হবে সাড়ে ৭ হাজার চেয়ার।

আগামী ১৯ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী ম্যাচ। তার আগেই স্টেডিয়ামে বসে যাবে নতুন চেয়ার। এমনটাই জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস বিভাগের ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন।

তিনি বলেছেন, ‘পূর্ব গ্যালারিতে সাড়ে তিনশ’র মতো চেয়ার বসানো হবে। মূল সমস্যা উত্তর ও দক্ষিণের ক্লাব হাউস গ্যালারিতে। সেখানের ভাঙা চেয়ারগুলো সরিয়ে নতুন চেয়ার বসানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *