স্পোর্টস ডেস্ক :
দ্বিতীয়বারের মতো ভারতের লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। খেলার আমন্ত্রণ পেলেও ভারতের ভিসা পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন সাবিনা।
শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে। রোববার সন্ধ্যায় ভারতের ভিসা পেয়েছেন তিনি। আজ সোমবার দুপুর ২টার ফ্লাইটে ভারতের নারী লিগের ক্লাব কিকস্টার্টের হয়ে খেলতে ঢাকা ছাড়বেন সাবিনা।
বাংলাদেশ অধিনায়ক প্রায় তিন মাসের চুক্তিতে কর্ণাটকের ক্লাবটির হয়ে খেলবেন। ২০২৩ সালের ডিসেম্বরে শুরু হওয়া সাত দলের এই টুর্নামেন্টে এ পর্যন্ত চার ম্যাচে তিনটি জয় ও এক ম্যাচ ড্র করে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে কিকস্টার্ট।
সাবিনা ছাড়াও ক্লাবটিতে বিদেশি কোটায় খেলছেন নেপালের দুই মিডফিল্ডার প্রীতি রায় ও দীপা সাহী। সাবিনা এর আগে প্রথমবার ২০১৮ সালে ভারতের ক্লাব সেথু এফসির জার্সিতে খেলেছিলেন। দীর্ঘ ছয় বছর পর আবারও ভারতের ঘরোয়া লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
আগামী ১৭ জানুয়ারি তার পুরনো ক্লাব সেথু এফসির বিপক্ষেই কিকস্টার্টের জার্সিতে অভিষেক হতে পারে বাংলাদেশ অধিনায়কের।