স্পোর্টস ডেস্ক :
সিডনিতে বুধবার তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। প্রথম দুই টেস্ট হেরে এরমধ্যে অজিদের কাছে সিরিজ হেরেছে পাকিস্তান। আগামীকাল শেষ টেস্টে নামার আগে আজ একাদশ জানিয়েছে পাকিস্তান।
একাদশে নেই দলের সেরা পেসার শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। মূলত আফ্রিদিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাদ পড়েছেন ওপেনার ইমাম উল হক।
এই দুজনের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে অফ স্পিনার সাজিদ খান ও অভিষেকের অপেক্ষায় থাকা সাইম আইয়ুবের। আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর বয়সী সাইমের অভিষেক হয়েছে গত মার্চে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। সাইমের প্রথম শ্রেণির রেকর্ডও বেশ দারুণ। ১৪ ম্যাচে ৪৬.৪৭ গড়ে করেন ১ হাজার ৬৯ রান।
অন্যদিকে সাজিদ টেস্ট খেলবেন প্রায় দুই বছর পর। ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে লাহোরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।
সিডনি টেস্টের পাকিস্তান একাদশ:
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, সাজিদ খান, হাসান আলি, মির হামজা ও আমির জামাল।