আন্তর্জাতিক ডেস্ক :
জাপানে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বিমানের পাঁচজন আরোহী নিহত হয়েছে। তবে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটিতে থাকা ৩৭৯ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) স্থানীয় সময় রাতে জাপানের পরিবহনমন্ত্রীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে, সন্ধ্যায় টোকিওর হানেদা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর জাপান এয়ারলাইন্সের বিমানটির সঙ্গে জাপানি কোস্টগার্ডের একটি বিমানের সংঘর্ষ ঘটে। এসময় দুটো বিমানেই আগুন লেগে যায়।
এদিকে জাপানি কোস্টগার্ডের বিমানের ছয় আরোহীর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা গেলেও পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে যাত্রীবাহী বিমানটির ৩৭৯ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটির নাম জেএএল ৫১৬। এটি হোক্কাইডো থেকে দুর্ঘটনার ঘণ্টা দুয়েক আগে উড্ডয়ন করেছিল।