today visitors: 5073432

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানি জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট রিভোল্যুশনারী গার্ড করপোসের (আইআরজিসি) এক সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানী দামেস্কের বাইরে ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ রাজি মৌসাভি নামে ওই উপদেষ্টা নিহত হন। খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, নিহত ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ রাজি মৌসাভি সিরিয়া ও ইরানের সামরিক জোটের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, দামেস্কের উপকণ্ঠ জয়নাবিয়া জেলায় জায়নবাদী ইসরাইলের হামলায় ব্রিগেডিয়ার জেনারেল রাজি মৌসাভি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নিয়মিত খবর বন্ধ রেখে মৌসাভির হত্যার খবর প্রচার করা হয়। খবরে তাকে সিরিয়ায় আইআরজিসির অন্যতম অভিজ্ঞ উপদেষ্টা বলে জানানো হয়।

নিহত কমান্ডার মৌসাভি আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ ছিলেন বলেও জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরাকি মিলিশিয়া বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হন। এর প্রায় তিন বছর পর ফের হত্যা করা হলো ইরানের এই শীর্ষ কমান্ডারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *