today visitors: 5073432

নেপিয়ারে টাইগারদের উজ্জীবিত করতে বিশেষ আয়োজন

স্পোর্টস ডেস্ক :

বড়দিনে নিউজিল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের জন্য নৈশভোজের আয়োজন করে বিসিবি। দুই দিনের বিশ্রামের দ্বিতীয় দিনে নেপিয়ারে ঘোরাঘুরি করে কেটেছে শান্ত-মিরাজদের। ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে মানসিকভাবে চাঙ্গা রাখতেই এ আয়োজন করে বোর্ড। ওয়ানডে জয়ের ধারাবাহিকতা টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে চায় বাংলাদেশ।

বড়দিনে রাস্তায় ঘোরাঘুরি করে দিন কাটিয়েছে মিরাজ-মুস্তাফিজরা। 
বড়দিনের উৎসবে মেতেছে বিশ্ব। সে আনন্দ ছুঁয়ে গেছে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও। ঈদ পূজা কিংবা বড় দিন, দেশের মাটিতে প্রিয়জনদের নিয়ে উপভোগ করার আনন্দই থাকে আলাদা। তবে, প্রবাসে ক্রিকেটারদের সে আনন্দের আমেজ দিতেই বিশেষ ভোজের আয়োজন ক্রিকেট বোর্ডের।
বড়দিনের উৎসবে মাতোয়ারা নিউজিল্যান্ড। বন্ধ হোটেল, রেস্টুরেন্ট। তাইতো নেপিয়ারে ভারতীয় একটি রেস্টুরেন্টে চমৎকার আয়োজন বোর্ডের। দেশের মাটিতে টেস্ট জয়ের সুখস্মৃতির পর এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে জয় এসেছে অধিনায়ক শান্তর নেতৃত্বে। টি-টোয়েন্টি সিরিজেও চমক দিতে চান শান্ত। বড় দিনের বিশেষ আয়োজন পথে ঘাটে রেস্টুরেন্টে। ক্রিকেটারদের চোখেমুখে ছিলো ওয়ানডে জয়ের আনন্দ। তবে, গণমাধ্যমের চোক ফাঁকি দিয়েছেন লিটন।

এতদিন নিউজিল্যান্ডের মাটিতে বলার মত একটাই স্মৃতি ছিলো মাউন্ট মঙ্গানুই টেস্ট। তবে, এবার ওয়ানডে জয় যুগিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে এসেছেন অভিজ্ঞ মুশফিক, রাকিবুল, বিজয়, তানজিদ তামিম।

মিশন এবার টি-টোয়েন্টি। ২৭ ডিসেম্বর নেপিয়ারে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডের মত শীতের ভোরে উঠতে হবে না সমর্থকদের। খেলা হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা দশ মিনিটে। দ্বিতীয় ম্যাচ একই সময় ভেন্যু গত বছর টেস্ট জয়ের ভেন্যু মাউন্ট মঙ্গানুই। ৩১ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি একই ভেন্যুতে ভোর ৬টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *