today visitors: 5073432

ভারতের কেন্দ্রীয় ব্যাংকসহ ১১ স্থানে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কেন্দ্রীয় ব্যাংকসহ মুম্বাইয়ের মোট ১১টি স্থানে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) দফতরে পাঠানো এক ইমেইলে এ হুমকি দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই সদর দফতরে হুমকি দিয়ে ওই ইমেইল পাঠানো হয়। হুমকিদাতা সেখানে তার দু’টি দাবির কথা জানান। 
 
ইমেইলে লেখা হয়েছে, 

অবিলম্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে দায়িত্ব ছাড়তে হবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসকেও।

হুমকি দিয়ে ইমেইলে বলা হয়েছে, সব মিলিয়ে ১১টি বোমা হামলার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবারই ওই হামলা হবে। এমনকি, কোথায় কোথায় হামলা হবে তা-ও জানিয়েছেন হুমকিদাতা।

 
এদিকে হুমকির খবর পেয়েই সতর্ক হয় মুম্বাই পুলিশ। ইমেইলে লেখা প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু তল্লাশি চালিয়ে কোথাও কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, যে ইমেইল আইডি থেকে হুমকি দেয়া হয়েছে তার ইউজার নেম ‘খিলাফত ইন্ডিয়া’। আপাতত ওই ইমেইল আইডির নামে মুম্বাইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
 
মুম্বাই পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বোমা হামলার হুমকি দেয়া হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো হামলা বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।
 
তবে দিল্লিতে ইসরাইল দূতাবাসের কাছে ‘বড় ধরনের’ বিস্ফোরণের এক খবর ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তারা একটি ফোন কল পায়। অপরপ্রান্ত থেকে দাবি করা হয় যে, ইসরাইল দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে।
 
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিস্ফোরণের প্রকৃতি ও তীব্রতা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আশপাশের লোকজন বিকট শব্দ শুনতে পেয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কন্ট্রোল রুমেও এ সংক্রান্ত কল এসেছে।
 
এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নয়াদিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে দূতাবাসের সব কর্মী ‘অক্ষত’ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *