স্পোর্টস ডেস্ক :
গুঞ্জন ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড দলের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও হার্ড হিটিং ব্যাটার কাইরন পোলার্ডকে। তবে তাকে কনসালটেন্ট পদে নয়, একবারে সহকারী কোচ হিসেবেই নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মূলত বিশ্বকাপকে সামনে রেখেই তাকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যাতে করে ক্যারিবিয়ান কন্ডিশনে পোলার্ড তার অভিজ্ঞতা দিয়ে দলকে সহায়তা করতে পারেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে সেরাদের একজন কাইরন পোলার্ড। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পোলার্ড ২০২১ সালে নেতৃত্বে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে।
এই ফরম্যাটে তিনি ৬০০’র বেশি ম্যাচ খেলেছেন। এখনও খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। জাতীয় দলের হয়ে খেলেছেন ১০১টি ম্যাচ।
Leave a Reply