ভোলা প্রতিনিধি।।
ভোলার দৌলতখান প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মনিরুজ্জামান( মহিন) ও সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান শরীফ নির্বাচিত হয়েছেন।
গতকাল (২৪ ডিসেম্বর) প্রেসক্লাবের হল রুমে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিরা হলেন, সভাপতি মনিরুজ্জামান (মহিন), সিনিয়র সহসভাপতি জাকির আলম,সহসভাপতি এম এ তাহের, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সহ সম্পাদক, তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক, মোঃ হাসনাইন, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাকিব, কোষাধ্যক্ষ, মোঃ মামুন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য শম ফারুক, কার্যনির্বাহী সদস্য, গজনবী হাওলাদার, সদস্য, আবুল খায়ের, সদস্য মোহাম্মদ শোয়েব, সদস্য, আব্দুর রব।