নিজস্ব প্রতিনিধি :
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদারকে উদ্দেশ্য করে পটুয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মহিববুর রহমান মহিব বলেছেন, শেখ হাসিনা মাহবুবকে তিনবার এমপি বানিয়েছেন, বিনিময়ে সে তিনটি দুদকের মামলা উপহার দিয়েছে।
এসময় তিনি আরও বলেন, ‘পাঁচ বছর ভাড়া বাসায় থেকে এমপিগিরি করছি। নিজে একটা বাড়ি করতে পারি নাই, একটা গাড়ি কিনি নাই। কিন্তু ৬০ লাখ টাকা খরচ করে পার্টি অফিস বানাইছি। আর মাহবুব ক্ষমতায় থাকাকালে পার্টি অফিস বানানোর কথা বলে দলের টাকা আত্মসাৎ করেছে। সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়েছে।’
এমপি মহিব বলেন, ‘নেত্রী তাকে তিনবার মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছেন, একবার প্রতিমন্ত্রী বানিয়েছেন। আর কী চায় সে? মূলত আবারও অতীতের মতো লুটপাট করে খাওয়ার জন্য এমপি হতে চায়। তাই দলের মনোনয়নবঞ্চিত হয়েও স্বতন্ত্র প্রার্থী হয়েছে। নেত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করেছে। দলের সঙ্গে বেইমানি করেছে।’
চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাশেম মোল্লার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও সবুজ ছায়া গ্রুপের চেয়ারম্যান বাশেদ সরদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, বড় বাইশদিয়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসাইন, মৌডুবী ইউপি চেয়ারম্যান রাসেল মাহমুদ, ছোটবাইশদিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামাল পাশা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ওয়াহিদ খান রাজ, চর মোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।
Leave a Reply