today visitors: 5073432

বক্সিং ডে টেস্টে পাকিস্তানের একাদশে রিজওয়ান

স্পোর্টস ডেস্ক :

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের দল ঘোষণা করেছে সফরকারী পাকিস্তান ও অস্ট্রেলিয়া। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তার জায়গায় টেস্ট একাদশে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে দ্বিতীয় টেস্টের জন্য একাদশে কোনও পরিবর্ত আনেনি অস্ট্রেলিয়া।

পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট একাদশ সাজাতেই বেশ কঠিন পরীক্ষা দিয়েছেন। পার্থ টেস্ট হারের সঙ্গে যোগ হয় একের পর এক চোট। পেসার খুররম শেহজাদ, দুই প্রধান স্পিনার আবরার আহমেদ ও নোমান আলীকে একাদশের বাইরে রাখতে হচ্ছে মেলবোর্ন টেস্টে।

শুধু সরফরাজ আহমেদ নয়, দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১২ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরাফকে। শাহিন শাহ আফ্রিদি ও আমের জামালের সঙ্গে পেসার হিসেবে আছেন মির হামজা ও হাসান আলী।

অস্ট্রেলিয়া একাদশ ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড

পাকিস্তান দল ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মির হামজা, আমের জামাল ও সাজিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *