today visitors: 5073432

আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: মাহি

বিনোদন ডেস্ক :

আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। নির্বাচনে আমার অবস্থা ভালো দেখে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এমনটা করছেন বলে জানান রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এর আগে মাহি নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় সারাংপুর গ্রামে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক মার্কায় ভোট চান। পাশাপাশি ভোটারদের সেলফির আবদারও পূরণ করেন মাহি।

শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি দেন ওই আসনের নৌকার প্রার্থীর সমর্থক মাহাম।

এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান মাহিয়া মাহি। পরে এ ঘটনায় অভিযুক্তকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

রোববার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু সাঈদ এ শোকজ নোটিশ জারি করেন। আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় আদালতে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহির প্রতীক ট্রাক। এখানে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *