প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ২:৫৭ পি.এম
৪৬ বছর আর ১০ টেস্ট অপেক্ষায় অস্ট্রেলিয়াকে হারাল ভারত
স্পোর্টস ডেস্ক :
মঞ্চ প্রস্তুত ছিল আগেই। অপেক্ষা ছিল চতুর্থ দিনে ম্যাচ মাঠে গড়ানোর। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে ছিল হারমানপ্রীত কৌরের দল। ৪৬ বছরের অপেক্ষার অবসানের জন্য ভারতীয় ব্যাটাররা সময় নিয়েছেন ১৯ ওভার। তাতেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোর স্বাদ পেয়েছে ভারতীয় নারী দল।
অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো নারীদের টেস্টে হারিয়েছে ভারত।
রোববার (২৪ ডিসেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে একমাত্র টেস্টের চতুর্থ দিনের খেলায় অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নারীদের টেস্টে ভারতের প্রথম জয়।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। বেথ মুনি ৪০ ও তাহিলা ম্যাকগ্রা ৫০ রান করেন। ভারতের পক্ষে পূজা বস্ত্রকর ৪ উইকেট ও স্নেহ রানা ৩ উইকেট শিকার করেন।
জবাবে সম্মিলিত প্রচেষ্টায় কোনো সেঞ্চুরি ছাড়াই ৪০৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। ভারতের পক্ষে দীপ্তি শর্মা সর্বোচ্চ ৭৮ রান করেন। এছাড়া স্মৃতি মান্দানা ৭৪, জেমিইমা রদ্রিগেজ ৭৩, রিকা ঘোষ ৫২, পূজা ৪৭ ও শেফালি ভার্মা ৪০ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশ্লেইঘ গার্ডনার ৪ উইকেট শিকার করেন।
দ্বিতীয়বার ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ভালো অবস্থাতেই ছিল অজিরা। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২৬১ রানেই অলআউট হয়ে যায়। তাহিলা ম্যাকগ্রা এই ইনিংসে ৭৩ রান করেনইয়ীদিন তিনি প্রথম নারী ক্রিকেটার হিসেবে পরাজিত দলের দুই ইনিংসে অর্ধশত রান করার রেকর্ড গড়েন। এছাড়া এলিসে পেরি ৪৫, বেথ মুনি ৩৩ ও অধিনায়ক অ্যাশলে হিলি ৩২ রান করেন। ভারতের পক্ষে এই ইনিংসে স্নেহ রানা ৪ উইকেট শিকার করেন।
ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান। ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের দেখা পায় ভারত। স্মৃতি ৩৮ রানে অপরাজিত থাকেন। অজিদের পক্ষে গার্ডনার ও কিম গার্থ ১টি করে উইকেট শিকার করেন।
এবারই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল ভারত। এর আগের ১০ খেলার চারটিতে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল। বাকি ছয় টেস্টই ড্র হয়েছিল।
Copyright © 2024 . All rights reserved.