বিনোদন ডেস্ক :
ভারতের জনপ্রিয় শাস্ত্রীয় শিল্পী উস্তাদ রাশিদ খানের অবস্থা সঙ্কটজনক। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় বর্তমানে কলকাতার একটি হাসপাতালের আইটিইউতে ভর্তি রয়েছেন তিনি।
জানা গেছে, ক্যানসার এবং ব্রেনস্ট্রোক জনিত সমস্যা রয়েছে উস্তাদ রাশিদ খানের।
ভারতীয় গণমাধ্যমে সূত্র অনুযায়ী, উস্তাদ রাশিদ খানের অবস্থা সঙ্কটজনক। গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। ধীরে ধীরে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। কিন্তু এর মাঝেই সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম নেন উস্তাদ রাশিদ খান। রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী তিনি। রাশিদ তালিম নিয়েছেন তার দাদু উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে।
এছাড়া তার মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রাশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের সিনেমার বহু জনপ্রিয় গানও গেয়েছেন এই সংগীতশিল্পী।