স্পোর্টস ডেস্ক :
দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলকে তাদের মাঠে প্রথমবার ওয়ানডেতে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ নারী দলের সামনে সুযোগ ছিল তিন ম্যাচের সিরিজ জেতার। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় আনলেও আশা ছিল প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের।
তবে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রেকর্ড রানের ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। বেনোনিতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানে সব উইকেট হারিয়ে ২১৬ রানের বিশাল ব্যবধানে হেরে সফর শেষ করেছে নিগার সুলতানার দল।
মেয়েদের ওয়ানডেতে এটিই এখন বাংলাদেশের সবচেয়ে বড় হার। এর আগে ২০১৮ সালে ১৫৪ রানে হেরেছিল কিম্বার্লিতে।
বেনোনির উইলমর পার্কে টস জিতে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। দুই ওপেনার লরা উলভার্ডট ও ট্যাজমিন ব্রিটস জোড়া শতকে রেকর্ড জুটি গড়েন। দুজনের জুটি ভাঙে ৪৩তম ওভারের প্রথম বলে।
দলীয় ২৪৩ রানের মাথায় মারুফা আকতারের বলে বোল্ড হওয়ার আগে উলভার্ডট খেলেন ১৩৪ বলে ১৩টি চার ও ১ ছক্কায় ১২৬ রানের ইনিংস। এরপর ট্যাজমিন ব্রিটস স্টাম্পিং হন ঋতু মনির বলে। তার ব্যাটে আসে ১২৪ বলে ১১৮ রান।
এছাড়া আনিকি বোসের ২৮ ও সুনে লুসের ৩৪ রানে ভর করে ৪ উইকেটে ৩১৬ রান করে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নেন রাবেয়া খান। ১টি করে উইকেট নেন মারুফা ও ঋতু।
জবাবে ব্যাট করতে নেমে দুই অংকের রান পান কেবল তিন ব্যাটার। ফাহিমা খাতুনের ১৫, ঋতু মনির ৩৩ আর নাহিদা আকতারের ১১ রান। বাকি ব্যাটাররা হতাশ করেছেন। শেষমেষ ৩১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১০০ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসের শুরুতে তোপ দাগা মারিজানে কেপ ২১ রানে ২ ও আয়াবোঙ্গা খাকা ১৫ রানে ৩ উইকেট নেন। এরপর তাদেরকে দ্রুত অলআউট করার কারিগর নাডিন ডি ক্লার্ক ১০ রানে শিকার করেন ৩ উইকেট।