এক মাস আগেও বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার অ্যালান ডোনাল্ড। শরিফুল ইসলাম-মোস্তাফিজুর রহমানদের গুরু ডোনাল্ড চুক্তির মেয়াদ শেষে বিশ্বকাপ শেষেই চলে যান দায়িত্ব ছেড়ে। তবে দায়িত্ব ছাড়লেও ভুলেননি শীষ্যদের।
গত শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ১৮ ম্যাচে কোনও জয় না পাওয়া বাংলাদেশ জয় পেয়েছে ১৯তম ম্যাচে।
সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও কিউইদের বিপক্ষে শেষ ম্যাচটি জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। এমন জয়ের দিনে নিউজিল্যান্ডের দশটি উইকেটই নেন পেসাররা। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকাররা নেন সমান ৩টি করে উইকেট।
পেসারদের এমন দাপুটে বোলিংয়ের পর বার্তা দিয়েছেন টাইগারদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের ডাগ-আউট ছেড়ে গেলেও শিষ্যদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
শরীফুল-সাকিবদের অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনটি হাত-তালির ইমোজির সঙ্গে শরিফুলের উইকেট উদযাপনের ছবি দিয়ে।
ডোনাল্ড লিখেছেন, ‘বাংলাদেশের ইঞ্জিন রুম আজ দারুণ কাজ করেছে।’
টাইগার পেসারদের সঙ্গে ডোনাল্ডের সখ্যতা অনেক বেশি। যাওয়ার আগেও বলে গেছেন পেসারদের নিয়ে করা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন তিনি। এমন কী যেকোনো সময় শরিফুল-তাসকিনরা চাইলেই তাকে পাবেন।