স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে ঘটল এক পাগলাতে কাণ্ড। শেষ ওভারের শেষ চার বলে মেলবোর্ন স্টার্স টানা চার উইকেট হারালেও সেটি ছাপিয়ে উঠে এসেছে পাকিস্তানি পেসার হারিস রউফের প্যাড ছাড়া ব্যাটিংয়ে নেমে যাওয়া।
মেলবোর্নের ইনিংসের তখন বাকি মাত্র চার বল, বাকি ছিল শেষ চার উইকেট। চার বলে যে চার উইকেট পড়ে যাবে সেটি কে জানত। তাই হারিস রউফও তৈরি হচ্ছিলেন বোলিংয়ের জন্য। কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকায় তাকেও নামতে হয় ব্যাট করতে।
তখনই ঘটে নাটকীয়তা। নন-স্ট্রাইক প্রান্তে থাকা রউফকে দেখা যায় হেলমেট ও প্যাড ছাড়াই দাঁড়িয়ে আছেন ক্রিজে। অবশ্য রউফকে যেতে হয়নি স্ট্রাইকে। রউফের এমন কাণ্ড কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। কেন না রউফের আগে পেশাদার ক্রিকেটে এমন ঘটনা কেউই ঘটাননি। পরে অবশ্য গ্লাভস আর হেলমেট এনে দেন একজন।
ধারাভাষ্যকার ব্র্যাড হ্যাডিন, ব্রেট লি এবং মেল জোনস রউফের এমন দৃশ্যে বেশ অবাক হলেও মজা পেয়েছেন। হ্যাডিন বলছিলেন, ‘দেখুন দেখুন, তার হাতে কোনও গ্লাভস নেই, মাথায় হেলমেট নেই এবং প্যাড নেই।’
উত্তরে ব্রেট লি বলেন, ‘আমি আমার জীবনে এমনটা কখনও দেখিনি!’
সিডনি থান্ডার্সের বিপক্ষে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৭২ রান তোলে মেলবোর্ন। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় নিশ্চিত করে সিডনি।
Leave a Reply