স্পোর্টস ডেস্ক :
‘বিজয় দিবস জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২৩' এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে এই পুরস্কার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেনিস ফেডারেশন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন (সাজু), টুর্নামেন্টের ডাইরেক্টর ও সহ-সভাপতি মো. মাসুদ করিম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী, টুর্নামেন্ট রেফারী ও নির্বাহী সদস্য আহমেদ জিয়াউর রহমান প্রমুখ।
প্রতিযোগিতার বিস্তারিত ফল : বালক একক অনূর্ধ্ব-১৬ বছর গ্রুপে বিকেএসপির সুভিত বড়ুয়া জয় ৭-৫, ৬-৩ গেমে বিকেএসপির তানভীর মুন তুষারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালক একক অনূর্ধ্ব-১৪ বছর গ্রুপে বিকেএসপির কাব্য গায়েন ৬-৩, ৭-৫ গেমে বিকেএসপির আলিফ হোসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া বালক একক অনূর্ধ্ব-১২ বছর বিকেএসপির জোবায়ের ইসলাম ৬-১, ৬-০ গেমে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের সৌরব হাসান ফাহিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে বালিকা একক অনূর্ধ্ব-১৬ বছর বিকেএসপির হালিমা জাহান ৬-২, ৬-১ গেমে বিকেএসপির জান্নাতুন ফেরদৌস মিতুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ ছাড়া বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার ৬-০, ১-৬, ৬-৩ গেমে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের মাসতুরা আফরিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, প্রতিযোগিতায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সসহ, বিকেএসপি, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব হতে বালক-বালিকা অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ বছর গ্রুপে ৫০ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেছে।