প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৩, ৩:২৬ এ.এম
স্যামসনের সেঞ্চুরিতে ম্যাচ ও সিরিজ, দুটোই জিতল ভারত
স্পোর্টস ডেস্ক :
সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে জয় পেয়েছে ভারত। এর মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল। ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন আর্শদীপ সিং।
টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে ড্র করার পর ওয়ানডে সিরিজে জয় পেল ভারত।
পার্লে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভারতের ২৯৬ রানের জবাবে ২১৮ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ১৯ রানে আর্শদীপ সিংয়ের শিকার হন ওপেনার রেজা হেন্ডরিক্স। ২ রানের বেশি তুলতে পারেননি ওয়ানডাউনে নামা রাসি ফন ডার ডুসেন। এরপর এইডেন মারক্রামের সঙ্গে ৬৫ রানের জুটি হয় ওপেনার টনি ডি জর্জির। ৩৬ রান করে ওয়াশিংটন সুন্দরের শিকার হন প্রোটিয়া অধিনায়ক। ৮১ রানে সাজঘরে ফেরেন টনি। ৮৭ বলের ইনিংসে তিনি খেলেন ৬টি চার ও ৩টি ছয়ের মার।
হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজরা থাকলেও দক্ষিণ আফ্রিকার হয়ে এরপর আর কেউ হাল ধরতে পারেননি। ক্লাসেন ২১, মিলার ১০, বেউরান হেন্ডরিক্স ১৮ ও মহারাজ করেন ১৪ রান। ভারতের হয়ে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন আর্শদীপ। ২টি করে উইকেট পান আভেস খান ও সুন্দর। একটি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল।
এর আগে দক্ষিণ আফ্রিকাকে ২৯৭ রানের লক্ষ্য দেয় ভারত। ভারতের হয়ে প্রথম বার সেঞ্চুরির দেখা পান সাঞ্জু স্যামসন। ৩ ছক্কা ও ৬ চারে ১১৪ বলে ১০৮ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ভারতের দুই ওপেনার রজত পাতিদার এবং সাই সুদর্শন। তবে পঞ্চম ওভারে ন্যান্ড্রে বার্গারের বলে পাতিদার বোল্ড হলে রানের গতি কমতে শুরু করে। সুদর্শন ফেরেন দলীয় ৪৯ রানে। দুই ওপেনারের বিদায়ের পর সাবধানী ব্যাটিং করেন লোকেশ রাহুল এবং সাঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন মুল্ডার। ২১ রান করে ফিরেছেন ভারতীয় অধিনায়ক।
চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তিলক ভার্মা এবং স্যামসন। এই জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। ৭৭ বলে ৫২ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন তিলক। স্যামসন আউট হন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে। ফিনিশিংয়ে দারুণ ব্যাটিং করেন রিঙ্কু সিং। তার ২৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংসে ২৯৬ রানের সংগ্রহ পায় ভারত। ৯ বলে ১৪ রান করেন ওয়াশিংটন সুন্দর।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন হেন্ডরিক্স। ২ উইকেট নিয়েছেন ন্যান্ড্রে বার্গার। এছাড়া একটি করে উইকেট পান মহারাজ, লিজাড উইলিয়ামস এবং মুল্ডার।
Copyright © 2024 . All rights reserved.