today visitors: 5073432

মেসির দলের খেলা দিয়েই মাঠে গড়াবে নতুন মৌসুম

স্পোর্টস ডেস্ক :

মেজর লিগ সকারের(এমএলএস) মৌসুম শেষ হওয়ায় লিওনেল মেসিকে আপাতত ক্লাবের জার্সিতে দেখার সুযোগ নেই। আর্জেন্টিনা জাতীয় দলের খেলাও নেই আপাতত। প্রিয় তারকার খেলা দেখতে সমর্থকদের তাই অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই কোনো। তবে এবার অপেক্ষা ফুরাচ্ছে। এমএলএসের নতুন মৌসুমের সূচি প্রকাশিত হয়েছে।

আগামী ২১ ফেব্রুয়ারি মেসির দলের খেলা দিয়েই শুরু হচ্ছে এমএলএসের নতুন মৌসুম।
ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় মৌসুম শুরুর অপেক্ষায় লিওনেল মেসি। এমএলএসের আগামী মৌসুমের সূচি অবশেষে প্রকাশ করা হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে এমএলএসের নতুন মৌসুম। আর নতুন মৌসুম শুরুই হচ্ছে মেসির দলের খেলা দিয়ে।

২১ ফেব্রুয়ারি ইন্টার মায়ামি বনাম রিয়াল সল্ট লেকের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। এমএলএসের ইতিহাসে এই প্রথম এক মৌসুম শেষ হওয়ার পর এতো দ্রুত আরেক মৌসুম শুরু হচ্ছে। বোঝাই যায়, মেসিকে মাঠে দেখার অপেক্ষায় উন্মুখ সমর্থকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে এমএলএস কর্তৃপক্ষ।
দুই দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঁচবারের এমএলএস চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সি।

এমএলএসে যোগ দিয়ে প্রথম মৌসুমে মেসি লিগস কাপের শিরোপা জিতেছেন। যা তার ক্যারিয়ারের ৪৪তম শিরোপা। ফুটবল ইতিহাসে মেসিই সবচেয়ে বেশি ট্রফি জেতা ফুটবলার। তবে এমএলএসে মেসির দল খুব একটা ভালো করেনি। ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে মার ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে দ্বিতীয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *