today visitors: 5073432

ডলি সায়ন্তনীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি

বিনোদন ডেস্ক :

রাজনীতি যোগ দিয়েই জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে প্রার্থী হয়েছেন তিনি।

কিন্তু নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফোনকল ও ম্যাসেজসহ বিভিন্ন মাধ্যমে হুমকি পাচ্ছেন অভিযোগ ডলি সায়ন্তনীর। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি। সোমবার নোঙর প্রতীক পাওয়ার পর এ অভিযোগ করে তিনি সার্বক্ষণিক অস্ত্রধারী নিরাপত্তা রক্ষীর আবেদন করছেন।

অভিযোগপত্রে ডলি উল্লেখ করেন, তিনি একজন পেশাদার সঙ্গীতশিল্পী। তিনি প্রার্থী হওয়ায় ইতোমধ্যে বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা করছে। তাই তিনি নিজের নিরাপত্তা ও রাষ্ট্রের মহান উদ্যোগকে ফলপ্রসূ করতে সহযোগিতা কামনা করছেন।

সাংবাদিকদের এই গায়িকা বলেন,আমাকে সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেছে। খুব ভালো সাড়া পাচ্ছি। এদিকে আমি যাতে নির্বাচন করতে না পারি এজন্য ফোনে ও মেসেজে বিভিন্ন হুমকি আসছে। আমি শেষ পর্যন্ত মাঠে থাকতে চাই। বিজয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *