স্পোর্টস ডেস্ক :
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা হলেও অধরা ছিল এশিয়া কাপ। এবার সেই অধরা স্বপ্নও ধরা দিলো বাংলাদেশের কাছে। মাহফুজুর রহমান রাব্বীর নেতৃত্বে প্রথমবার অ-১৯ এশিয়া কাপ জিতে বীরের বেশে সোমবার বিকেলে দেশে পৌঁছায় বাংলাদেশ দল।
ছয় মাস আগে দলের নেতৃত্ব পাওয়া মাহফুজুর রহমান রাব্বীর পরিকল্পনা ছিল দেশকে কিছু দেওয়ার। সোমবার দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। সেখানে তিনি বলেন, ‘পরিকল্পনা ছিল দেশের জন্য কিছু করবো। ছয় মাস আগ থেকে খেলোয়াড় হিসেবে আমার পরিকল্পনায় ছিল। এশিয়া কাপ কখনো পায়নি। যদি পায় তাহলে বড় প্রাপ্তি হবে।’
এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রাব্বীর চোখ এখন বিশ্বকাপে। ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে পাওয়া বিশ্বকাপের পর এবার রাব্বীও স্বপ্ন দেখেন দেশকে ট্রফি দেওয়ার।
‘সামনে আমাদের বিশ্বকাপ আছে। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এই প্রস্তুতি আমরা এশিয়া কাপ থেকে শুরু করেছি। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার। আমাদের ব্যাটসম্যান, বোলার ফিল্ডার সবাই খুব ভালো ছন্দে আছে। এই ধারাবাহিকতা রাখতে পারলে আমরা বিশ্বকাপেও ভালো কিছু নিয়ে আসতে পারব।’
এশিয়া কাপের ট্রফি অনুপ্রেরণা জোগাবে উল্লেখ করে রাব্বী বলেন, ‘এই (শিরোপা) জিনিসটা আমাদের অনুপ্রেরণা অবশ্যই দেবে। সামনে যে দিন আসছে… আন্তর্জাতিক ম্যাচ যেমন হয়… আমাদের অনেক ভালো প্রস্তুতি, অনেক ভালো মানসিকতা ও শক্তিশালী থাকতে হয়। আমাদের আরও হার্ড ওয়ার্ক করতে হবে। সেভাবেই কাজ করতে হবে।’
দারুণ এই সাফল্যের পেছনের কারিগরদের ধন্যবাদ জানিয়ে রাব্বী বলেন, ‘প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং ম্যাচ। আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য। আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদের ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। আমাদের জন্য বাইরের কোচ আছে। স্টুয়ার্ট ল আছেন। ওয়াসিম জাফর আছেন ব্যাটিং কোচ। তাদের থেকে ভালো টিপস পাচ্ছি। কঠিন সময়ে কিভাবে আমরা কাম ব্যাক করবো, কিভাবে মানসিকভাবে আরও দৃঢ় থাকবো সেই সহযোগিতা করে যাচ্ছেন। এজন্য টিম ম্যানেজমেন্টকে এবং আমার টিম মেটদের ধন্যবাদ দিতে চাই। তারা সহযোগিতা না করলে এই সফলতা আসতো না।’
Leave a Reply