বিনোদন ডেস্ক :
বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ নতুন নয়। তাই স্টারকিড হলে বাড়তে চাপ থাকে। এবার এক সাক্ষাৎকারে নিজের ওপর চাপের বিষয়ে মুখ খুলেছেন বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুর। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে হওয়ার কারণে সব সময়ই বাড়তি চাপ অনুভব করতেন বলেও জানান তিনি। আর এ কারণেই মায়ের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগও হাতছাড়া করেন জাহ্নবী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ধাড়াক’ অভিনেত্রী জাহ্নবী বলেন, তখন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। এটা তার জীবনের অন্যতম অনুশোচনার বিষয়। ২০১৮ সালে রোমান্টিক সিনেমা ‘ধাড়াক’ দিয়েই বলিউডের রঙিন দুনিয়ায় পা রাখেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও সিনেমা প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী। ওই বছরের ফেব্রুয়ারিতেই মারা যান শ্রীদেবী।
তিনি বলেন, আমার প্রথম সিনেমা ‘ধাড়াক’র কাজ চলমান অবস্থায় আমি জেনেশুনেই মায়ের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চেয়েছিলাম। কেননা গুঞ্জন শুনছিলাম যে, আমি শ্রীদেবীর মেয়ে বলেই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছি। তাই আমি ভিন্ন রাস্তা বেছে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম তার (শ্রীদেবী) সহায়তা আমার দরকার নেই। তাই সে (শ্রীদেবী) যা করতেন, আমি তার উল্টোটাই করতাম।
‘মিলি’ খ্যাত অভিনেত্রী আরও বলেন, আমি তাকে সেটে আসতে মানা করতাম। আমাকে সাহায্য করতে মানা করতাম। আমার মনে হতো আমি যেন অন্যায্য সুবিধা নিচ্ছি। আমার মনে হতো, আমার মতো ক’জনের কাছে ভারতের সেরা অভিনেত্রী শ্রীদেবী কাপুরের সান্নিধ্য পাওয়ার সুযোগ রয়েছে। আমার মনে হতো, আমি এমনিতেই অন্যায্য সুযোগ নিচ্ছি। আমি তার পরামর্শ নিলে সেটা আরও অন্যায্য হবে, এটাই মনে হতো আমার।
জাহ্নবী বলেন, আমার মনে হয় এগুলো খুব হাস্যকর ছিল। আমি তার মেয়ে এবং এটা অস্বীকার করার উপায় নেই। আমি মানুষজনকে বেশি গুরুত্ব সহকারে নিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন আমার অনুশোচনা হচ্ছে, এটা জানার পর থেকে যে, সে (শ্রীদেবী) আমার সঙ্গে সেটে থাকতে উদগ্রীব ছিলেন। আর সেটা মা হিসেবেই । কিন্তু আমি তাকে সেটা করতে দেইনি।