বিনোদন ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন ঢাকাই সিনেমার ‘অগ্নিকন্যা’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।
এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু পোস্ট দেন মাহি।
এরইমধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আদিবাসী নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী ওই নারীকে জড়িয়ে ধরেন।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আদিবাসী ভাই বোনেরা আমাকে বরণ করে নিল। মা বোনদের মার্কা কি। ট্রাক ছাড়া আবার কি।’ শেষে ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।
এর আগে প্রতীক পেয়ে মাহি বলেন, ‘আমি শাসক হতে চাই না, সেবক হতে চাই। মানুষ যখন বলবে ট্রাক খাদে পড়ে যাবে, চাকা পাংচার হয়ে যাবে- এই কথাগুলোই আমার জন্য প্রচারণা হিসেবে কাজ কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘শোষক, জমিদার আর অহংকারী নেতা আত্মমর্যাদা, উন্নয়ন ও গণতন্ত্রের মূল বাধা।’
এর আগে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে নিজের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করায় মাহি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ছিল। এ কারণে ১৭ ডিসেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ। নির্দেশমতো মাহি আদালতে গিয়ে ক্ষমা প্রার্থনা করে পার পেয়ে যান।
Leave a Reply