আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশন চলার সময় লোকসভা ও রাজ্যসভা থেকে বিরোধী দলের অন্তত ৭৮ জন এমপিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) তাদের বরখাস্ত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, লোকসভার ৩৩ জন এমপিকে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে। এছাড়া রাজ্যসভার ৪৫ জনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মধ্যেই নতুন পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী দলের এমপিরা। তুমুল চিৎকার শুরু হয় পার্লামেন্টে। প্রথমে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট, পরে ৩টা পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন স্পিকার।
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে ১৪ এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর ফলে বরখাস্ত হওয়া এমপির সংখ্যা এখন ৯২ জন।
Leave a Reply