বিনোদন ডেস্ক :
ঠিক যেন ‘কবির সিং’র রূপেই ধরা দিলেন শহীদ কাপুর। সিনে পর্দায় যেমন চরিত্রটিতে উনিশ থেকে বিশ হলেই মেজাজ হারাতেন কবির। ঠিক তেমনি একটি ভিডিওতে চটে যেতে দেখা গেল তাকে।
রগচটা সেই চরিত্রটি দারুণভাবে তুলে ধরেছিলেন এই অভিনেতা। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ৩৮০ কোটি রুপির ব্যবসা করে বক্স অফিসে নজির গড়েছিল। শহীদের ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা এটি। সিনেমাটি মুক্তির ৪ বছর কেটে গেছে। এদিকে মাঝেমধ্যেই নাকি কবির সিং-এর মতো আচরণ করেন শহীদ, দাবি নেটপাড়ার। সম্প্রতি অভিনেতার এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ফটোগ্রাফারদের ওপর বেজায় চটেছেন তিনি।
সম্প্রতি ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে ছিল বার্ষিক অনুষ্ঠান। আর এই স্কুলেই পড়াশোনা করে বলিউড তারকাদের সন্তানরা। আরাধ্যা বচ্চন থেকে আব্রাম খান— প্রায় অধিকাংশ তারকাসন্তানই এখানকার ছাত্র-ছাত্রী। শহীদের দুই ছেলে-মেয়ে জিয়ান ও মিসাও সেখানেই পড়াশোনা করে।
সেদিন অনুষ্ঠান শেষে স্ত্রী মীরা রাজপুত ও দুই ছেলে-মেয়েকে নিয়ে বের হওয়ার সময় ফটোগ্রাফারদের সামনে পড়েন তারা। তাদের দল বেঁধে ঘিরে ধরা হয়। এতেই মেজাজ হারান শহীদ। রেগে গিয়ে তিনি বলেন, আর কত ছবি তুলবেন আপনারা, ২৫০ কোটি ছবি তুলে ফেলেছেন! দুটো সন্তান আছে, তাদের সামনে এমন করবেন না।