today visitors: 5073432

বাড়তে পারে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের দাম

আন্তর্জাতিক ডেস্ক :

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় জ্বালানি তেল এবং অন্যান্য পণ্যের দাম বাড়তে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। খবর বিবিসি’র।

সম্প্রতি এই রুটে চলাচলকারী পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরপরই বেশ কয়েকটি কোম্পানি এই রুট দিয়ে পণ্য পরিবহন বন্ধ রেখেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং লাইন মায়েরস্ক মঙ্গলবার জানিয়েছে, তারা তাদের কিছু জাহাজ এখন থেকে কেপ অব গুড হোপ রুট দিয়ে চলাচল করাবে।

ওই হামলার পর লোহিত সাগর রুটে জাহাজকে রক্ষায় আন্তর্জাতিক নৌ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এই নিরাপত্তা গ্রুপে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বাহরাইন, নরওয়ে ও স্পেন রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার ৪০টির বেশি দেশের মন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখতে এসব দেশকে আরও প্রচেষ্টা চালানোরও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, হুথিদের এ ধরনের বেপরোয়া হামলা একটি গুরুতর আন্তর্জাতিক সমস্যা। তাদের এমন হামলার বিপরীতে দৃঢ় আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখানো জরুরি।

জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ ভোগ্যপণ্য পরিবহনের জন্য লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এর উত্তরে সুয়েজ খাল এবং দক্ষিণে ইয়েমেনের উপকূল।

ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর সশস্ত্র গোষ্ঠীটিকে সমর্থন দিয়েছে হুথিরা। ইয়েমেনের এই গ্রুপটি জানিয়েছে, যদি তাদের মনে হয়, কোনো জাহাজ ইসরায়েলের দিকে যাচ্ছে, তাহলে তাদের টার্গেট করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *