স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। অনেকটা নতুন দল নিয়েও দুর্দান্ত খেলছে কিউইরা। যাচাই বাছাইয়ের এই সিরিজে এবার কিউই স্কোয়াডে যুক্ত হলো এক ভারতীয় বংশোদ্ভূত।
ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া ২১ বছর বয়সী আদিত্য আশোক খেলেন অকল্যান্ডের হয়ে। এই লেগ স্পিনারকে শেষ দুই ওয়ানডের জন্য দলে নিয়েছে ব্ল্যাকক্যাপস ম্যানেজমেন্ট।
আদিত্যর দলে অন্তর্ভুক্তি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, 'স্বাগতম, আদি অশোক! অকল্যান্ড ক্রিকেট এসিস লেগ-স্পিনার নেলসনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে দলে যোগ দিয়েছেন।'
টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হওয়া আশোক খেলেছেন মাত্র একটি ম্যাচ। গত আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিতে ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে নেন ১টি উইকেট। এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ২১টি ম্যাচে ৫.৫০ ইকনোমিতে নিয়েছেন ২৬টি উইকেট।
আগামীকাল বুধবার ভোর চারটায় নেলসনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর ২৩ ডিসেম্বর হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।