নিজস্ব প্রতিবেদক প্রথম বুলেটিন
পল্লবী থানাধীন সেকশন -১২, সিটি ক্লাব মাঠের সামনে প্রধান সড়কের উপর আনু: পাঁচ বছরের একটি অজ্ঞাতনামা ছেলে শিশু কান্নাকাটি করছে দেখে স্থানীয় লোকজন শিশুটির নাম ঠিকানা জিজ্ঞেস করলে শিশুটি কিছুই বলতে পারে না শুধুই কান্না করছে,, শিশুটির কান্না দেখে একজন লোক নিকটস্থ পল্লবী থানায় সংবাদ দিলে টহলরত অফিসার ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়,, শিশুটির অভিভাবক না পেয়ে পল্লবী থানার জিডি নং ১১৭৮ তাং ১৭/১২/২৩ ইং মূলে শিশুটিকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে নিরাপদ হেফাজতে রাখেন।ডিভিশনের দায়িত্বরত পুলিশ সদস্যরা সহমর্মিতার সহিত শিশুটির নাম ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু শিশুটি কোন কিছুই বলতে পারে না এমনকি শুধু কান্না করে।।ডিভিশনের দায়িত্বরত পুলিশ সদস্যরা বিভিন্ন ভাবে শিশুটির নাম ঠিকানা অভিভাবক খোঁজ করতে থাকে এমতাবস্থায় পল্লবী থানা এলাকায় উক্ত শিশুটির নিখোঁজ সংক্রান্তে মাইকে প্রচার করলে পল্লবী থানার টহলরত পুলিশ বিষয়টি জানতে পারে এবং শিশুটির অভিভাবকের কাছে নিখোঁজ হওয়া শিশুটির ছবি দেখতে চাইলে ছবি দেখে টহলরত পুলিশ শিশুটিকে চিনতে পারে এবং শিশুটি উইমেন সাপোর্ট সেন্টারে আছে মর্মে জানায় এবং শিশুটির পরিচয় নিশ্চিত করে দায়িত্বরত পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের নিকট ফোন দেয় ডিউটি অফিসার শিশুটির বাবা মায়ের মোবাইল নং চাইলে শিশুটির মামার ফোন নং দেয় ,,ডিউটি অফিসার শিশুটির মামার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এবং উইমেন সাপোর্ট সেন্টারে আসতে বললে তাৎক্ষণিক শিশুটির বাবা – মা ভিকটিম সাপোর্ট সেন্টারে আসলে শিশুটিকে দেখা মাত্রই চিনে ফেলে এবং শিশুটির নাম রায়হান বলে জানায়।। পরবর্তীতে নিয়ম মোতাবেক গতকাল ১৮/১২/২৩ ইং তারিখে শিশু রায়হানকে তার বাবা মায়ের জিম্মায় প্রদান করা হয়।। আলহামদুলিল্লাহ।
Leave a Reply