today visitors: 5073432

সৌম্যকে নিয়ে দ্বিধায় হাথুরু সিংহেও

স্পোর্টস ডেস্ক :

দলে একজন অল-রাউন্ডারের অভাব পূরণ করতেই সৌম্য সরকারকে হুট করে দলে নেওয়া। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসান খেলছেন না বলেই মূলত সৌম্যকে দলে নেন চণ্ডিকা হাথুরু সিংহে।

প্রস্তুতি ম্যাচে অর্ধশতক হাঁকালেও সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দেন ৬ ওভারে ৬১ রান, ব্যাট হাতে ব্যর্থ হন রানের খাতা খুলতে। সৌম্যর এমন পারফরম্যান্সে প্রশ্নবিদ্ধ হাথুরুর সিদ্ধান্ত।

বুধবার নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে কথা বলতে গিয়ে সৌম্যকে নিয়ে হাথুরু সিংহে বেশ বিব্রত হয়েছেন।

‘আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানিনা। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানিনা সৌম্যর সমস্যা কি। ও ঘরোয়াতে প্রচুর রান করছিলো’

সৌম্যকে ঠিক কী দেখে দলে নেওয়া হয়েছে এই হিসেব মেলানো কঠিন। তিনি সবশেষ পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে ১১ ইনিংসে ২৬.৬৩ গড়, ৮৩.২৩ স্ট্রাইক রেটে করেন ২৯৩ রান।

সবশেষ চার দিনের টুর্নামেন্টে ১১ ইনিংসে ৪ ফিফটি ৪৮.৪৪ গড়ে ৪৩৬ রান (সেঞ্চুরি নাই, সর্বোচ্চ ৯৬*) আর সবশেষ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১২ ইনিংসে ১৪.৫০ গড়, ১০৮.০৭ স্ট্রাইক রেটে ১৭৪ রান (ফিফটি ১টা)

ঘরোয়া ক্রিকেটেও তার এমন পারফরম্যান্সের পর দলে রাখার বিষয়ে হাথুরুসিংহের যুক্তি, ‘আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ।’

তবে লঙ্কান এই কোচ এটাও জানিয়েছেন, সাকিবের মতো পারফরম্যান্স সৌম্যর কাছে তারা প্রত্যাশা করেন না। কিন্তু চান, সৌম্য পারফরম্যান্স করুক, ‘সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিং টা ঠিক ভাবে করুক। আমরা ওকে অলরাউন্ডার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *