স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে শেষ হয়তে না হতেই মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টের স্কোয়াড ঘোষণা করলো অজিরা। সোমবার (১৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টের দলে রাখা হয়নি পার্থ টেস্টের দলে থাকা তরুণ পেসার ল্যান্স মরিস। প্রথম টেস্টে অজিরা জয় পায় ৩৬০ রানের বিশাল ব্যবধানে।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচের একাদশে আনতে পারে পেস বোলিংয়ে অদলবদল। প্রথম টেস্টে খেলেছিলেন তিন অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড।
দ্বিতীয় টেস্টের স্কোয়াডে এই তিনজনের সঙ্গে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে। ধারণা করা হচ্ছে জস হ্যাজেলউড বা মিচেল স্টার্কের জায়গায় খেলানো হয়তে পারে বোল্যান্ডকে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।
Leave a Reply